প্রবল বৃষ্টিতে গার্ডওয়াল ভেঙে দুই শি শুর ম র্মা ন্তিক মৃ ত্যু সাহুডাঙ্গীতে, পরিবারের পাশে প্রশাসন

সাহুডাঙ্গী, রবিরায়ঃ সাহুডাঙ্গীর পাঘালু পাড়ায় প্রবল বৃষ্টিতে প্রতিবেশীর গার্ডওয়াল ভেঙে চাপা পড়ে মৃ ত্যু হল দুই শি শুর। মৃ তরা হল মধুমিতা মোহন্ত (৩ বছর ) ও দেবায়ন মহন্ত (দেড় বছর)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে নটা থেকে দশটার মধ্যে মুষলধারে বৃষ্টি হয় সাহুডাঙ্গী এলাকায়। সেই সময় প্রবল বৃষ্টিতে প্রতিবেশীর গার্ডওয়াল ভেঙে পড়ে পরিমল মহন্তের টিনের ঘরে। ঘরের ভেতরে শুয়ে ছিল দুই ভাইবোন। হঠাৎ ভেঙে পড়া গার্ডওয়ালের নিচে চাপা পড়ে প্রা ণ হা রায় দুই শি শু। আর এই খবর পেয়ে আজ পরিবারকে সমবেদনা জানাতে হাজির হন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়, এলাকার প্রধান সমীজউদ্দিন আহমেদ উপস্থিত হন ব্লক প্রশাসনের আধিকারিক দের সাথে নিয়ে। সমবেদনা জানানোর পর বিধায়ক জানান এই পরিবারের পাশে আমরা রয়েছি, গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন সবাই মিলে এই পরিবারের পাশে আমরা রয়েছি এবং সহযোগিতার হাত সকলেই বাড়িয়ে দিব।

গাডোয়াল ভেঙ্গে দু ই শিশুর মৃ ত্যু ঘটনায় শো কের ছা য়া নেমে এসে সমগ্র সাহুডাঙ্গী এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *