প্রয়াত আগিলা রাষ্ট্রপতি প্রণব মুখার্জি

নিউজ ডেস্ক: ভারতরত্ন ভারতের আগিলা রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের জীবনের বাতি নিভি গেইল। করোনা আক্রান্ত হন আগিলা রাষ্ট্রপতি। ৮৪ বছর বযস্ক ভারতের আগিলা রাষ্ট্রপতি করোনা আক্রান্ত হয়া ভর্তি হন আর্মির আর আরহ্ আর হাসপাতাল অত। উমার অবস্থা সঙ্কট জনক। করোনা আক্রান্ত আগিলা রাষ্ট্রপতির মাথাত জরুরি কালীন ভিত্তিতে সার্জারি করির দরকার হয়। ২০২০ সালের ৩১ শে আগস্ট প্রণব মুখার্জির মৃত্যু হয়।

২০১২ সালে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন শ্রী পর। প্রণব মুখোপাধ্যায়। ২০১৭ সন অবদি রাষ্ট্রপতি আছিলেন। ২০০৯ সন থাকি ২০১২ সন অবদি ভারতের অর্থমন্ত্রী আছিলেন। ২০১৯ সালে বর্তমান রাষ্ট্রপতি রামানাথ কোবিন্দের হাত থাকি ভারত রত্ন সম্মান পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *