প্রয়াত শিক্ষাবিদ ডঃ আব্দুর রেজ্জাক মোল্লা

ধীমান রায়, জলপাইগুড়ি: বিশিষ্ট শিক্ষাবিদ তথা আনন্দ চন্দ্র কলেজ এর অধ্যক্ষ র ডঃ আব্দুর রেজ্জাক মোল্লা প্রয়াত। মৃত্যু কালে তার বয়স ৫৪। শোকের ছায়া জলপাইগুড়িতে। জানা গেছে শারীরিক কিছু সমস্যার কারণে কিছুদিন ধরে ডাক্তার দেখাচ্ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে শিলিগুড়িতে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বজরাপাড়ার নিজের বাড়ি থেকে বের হচ্ছিলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, বাড়ি থেকে বের হওয়ার সময় সিঁড়িতেই বসে পড়েন অসুস্থ বোধ হওয়ায়। এরপর তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তারপর সেখানে থেকে মরদেহ আনন্দ চন্দ্র কলেজে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কলেজের অধ্যাপক অধ্যাপিকা একে একে এসে পুষ্পস্তবক ও প্রণাম নিবেদন করেন। তারপর সেখান থেকে প্রাক্তন সাংসদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয় সেখানে দলীয় কর্মীরা পুষ্পস্তবক দেয় তাকে এবং শেষে তার মরদেহ নিজস্ব বাসভবনে নিয়ে আসা হয় সেখানে তার প্রতিবেশীরা সহ আত্মীয়-স্বজন পুষ্পস্তবক এবং প্রণাম নিবেদন করেন।। তার এই অকাল প্রয়ানে সমস্ত শিক্ষামহল , আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন।। বরাবরই একজন শান্ত স্বভাব ও ভালো মানুষ বলে পরিচিত ছিলেন ডঃ আব্দুর রেজ্জাক মোল্লা। তাঁর প্রয়াণে সমগ্র শিক্ষা মহল থেকে শুরু করে জলপাইগুড়ি বাসি শোকোস্তব্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *