প্রয়াত হলেন কামাখ্যাগুড়ির সিপিআইএম নেতা অরুণকুমার ঘোষ, শোকের ছায়া এলাকায়
দেবাশীষ রায়, কামাখ্যাগুড়ি, ১৪ নভেম্বর: প্রয়াত হলেন কামাখ্যাগুড়ি এলাকার সিপিআইএম নেতা তথা প্রাক্তন শিক্ষক অরুণকুমার ঘোষ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। রবিবার রাতে কোচবিহারের একটি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বামপন্থী নেতা। সোমবার কামাখ্যাগুড়ির সিপিআইএম কার্যালয়, কামাখ্যাগুড়ি হাই স্কুল ও শহীদ ক্ষুদিরাম কলেজে প্রয়াত এই নেতাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। জানা গিয়েছে, কর্মজীবনে কামাখ্যাগুড়ি হাই স্কুলের শিক্ষক ছিলেন অরুণকুমার ঘোষ। ২০০৪ সালে তিনি অবসর গ্রহণ করেন। সিপিআইএম দলের নেতৃত্ব ছাড়াও বাম শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জেলা সহ-সভাপতি পদে দায়িত্বে ছিলেন। পাশাপাশি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। কামাখ্যাগুড়ি শহীদ ক্ষুদিরাম কলেজ অর্গানাইজিং কমিটির গুরুত্বপূর্ণ সদস্য দিলেন এই সিপিআইএম নেতা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। এদিন কামাখ্যাগুড়িতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে অরুণকুমার ঘোষকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। সিপিআইএমের আলিপুরদুয়ার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বলাই সরকার জানান, ‘অরুণকুমার ঘোষের মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হল। এই সময়কালে অরুণবাবুর মতো লড়াকু নেতার মৃত্যুতে আমরা বাকরুদ্ধ।’ সিপিআইএমের কুমারগ্রাম পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক সমীর সাহা বলেন, ‘অরুণকুমার ঘোষ ১৯৮৮ সালে পার্টির সদস্যপদ লাভ করেন। পরবর্তী সময়ে তিনি শাখা সম্পাদক ও লোকাল কমিটির সদস্য হন। উনার মৃত্যুতে এলাকার গণতান্ত্রিক আন্দোলনের বিরাট ক্ষতি হল।’