প্রয়াত হলেন ময়নাগুড়ির বরিষ্ঠ সাংবাদিক
ময়নাগুড়ি : প্রয়াত হলেন ময়নাগুড়ির বরিষ্ঠ সাংবাদিক অবনী রাউত। শুক্রবার রাতে নিজ বাসভবন ময়নাগুড়ি দেবীনগর পাড়ায় ইহলোক ত্যাগ করেন তিনি। এই ঘটনায় গভীর ভাবে শোক জ্ঞাপন করেছেন ময়নাগুড়ি সাংবাদিক বৃন্দ। বাম আমল থেকে সাংবাদিকতার কাজ করে আসছিলেন তিনি । একটি সাপ্তাহিক এবং ত্রিপাক্ষিক দুটি পত্রিকায় নিয়মিত ভাবে লেখা লেখি করতেন তিনি। এছাড়াও তিনি একটি সরকারি অফিসে চাকরি করতেন। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন থেকেই তিনি অসুস্থ ছিলেন। বাড়িতে সঙ্গে থাকতো মানসিক ভারসাম্যহীন এক ভাই। গতকাল বাড়িতেই পরলোক গমন করেন অবনী মোহন রাউত। শনিবার জলপাইগুড়ি মাসকালাইবাড়ি মহাশ্মশানে অবনী মোহন রাউতের শেষ কৃত্য সম্পন্ন হয়।