প্রশাসনের উদ্যোগে পথ চলতি মানুষদের হাতে রাখি পরানো হলো
আব্দুল ওহাব , গাজোল: মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এবং গাজোল ট্রাফিক ইনচার্জ এর ব্যবস্থাপনায় গাজোলের পথ চলতি মানুষদের হাতে রাখি পরিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। শনিবার দুপুরে গাজরের বিদ্রোহী মরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব উদযাপন করা হয়। সিভিক ভলেন্টিয়ার মহিলারা সকলকে রাখি পরিয়ে মিষ্টিমুখ করান। উপস্থিত ছিলেন গাজোল কদুবাড়ী ট্রাফিক ইনচার্জ হৃদয় ঘোষ সহ অন্যান্য পুলিশ কর্তা।