প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি নিয়ে বৈঠক পুন্ডিবাড়িতে
পুণ্ডিবাড়ি, ২ জুন : বর্ষা আসতে আর দেরি নেই। তাই প্রাক বর্ষায় প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি নিয়ে মঙ্গলবার কোচবিহার-২ ব্লক প্রশাসনের উদ্যোগে পুণ্ডিবাড়িতে কোচবিহার-২ পঞ্চায়েত সমিতির সভা ঘরে বন্যা সহ অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হল। এদিনের বৈঠক সূত্রে জানা গেছে, এই ব্লকের বেশিরভাগ এলাকা নদী তীরবর্তী হওয়ায় একটু ভারী বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে। বিভিন্ন এলাকায় একটানা কয়েকদিন বৃষ্টি হলেই তৈরি হয় বন্যা পরিস্থিতি। তাই বন্যা সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য ১ জুন ব্লক পর্যায়ে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। এরপর প্রতিটি গ্রাম পঞ্চায়েতেও কন্ট্রোল রুম খোলা হবে। এদিনের বৈঠকে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে গ্রাম পঞ্চায়েত কার্যালয় গুলিতে কন্ট্রোল রুম খোলার ব্যাপারে আলোচনা হয়েছে।
এছাড়াও এদিনের বৈঠকে কোচবিহার-২ ব্লকের বিডিও টি পি ভুটিয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি গোপাল সরকার, জেলা পরিষদ সদস্য পরিমল বর্মন, শিখা দাস, সহ ব্লকের ১৩ টি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের আধিকারিক, বিভিন্ন ক্লাবের কর্তারা উপস্থিত ছিলেন।