প্রাক্তন বিধায়কের গায়ে লাগলো দূর্নীতির আঁচ! শোরগোল উত্তরবঙ্গ

নিউজ ডেস্ক, শিলিগুড়ি:শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের সরগরম উত্তরবঙ্গ। শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর পর এবার উঠে এল ময়নাগুড়ির(Mainaguri) প্রাক্তন তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারীর নাম। অনন্তদেব অধিকারীর লেটারপ‍্যাডে ২০১৬ সালে এসএসসি গ্রুপ ডি চাকরি প্রার্থীদের নামের তালিকা উদ্ধার হয়েছে। রবিবার রাজ‍্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে এই নথি উদ্ধার করেছে ইডি। যা নিয়ে গোটা রাজ‍্যজুড়ে বিতর্ক দেখা দিয়েছে। রবিবার ইডির তরফে আদালতে জানানো হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে বেশ কিছু অ্যাডমিট কার্ড ও রেজাল্ট। এমনকি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের ময়নাগুড়ির প্রাক্তন বিধায়কের লেটারপ‍্যাডে চাকরিপ্রার্থীদের নামের তালিকা ছাড়াও আপার প্রাইমারির চাকরি প্রার্থীদের ৪৮ জনের রোল নম্বর।

এই প্রসঙ্গে ময়নাগুড়ির তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অনন্তদেব অধিকারী বলেন, ‘২০১৬ সালে এসএসসির গ্রুপ ডি চাকরি নিয়োগ সংক্রান্ত বিষয়ে জেলার সকল বিধায়কদেরই লিস্ট পাঠাতে বলা হয়েছে। সেই অনুযায়ী তিনি পাঁচজনের তালিকা পাঠিয়েছেন। যদিও একজনেরও চাকরি হয়নি। এছাড়া আপার প্রাইমারির ৪৮ জন চাকরি প্রার্থীর যে রোল নম্বর সংক্রান্ত কথা উঠেছে তা একেবারেই ভিত্তিহীন।’ বিরোধী রাজনৈতিক দলের তরফে এবিষয়ে কটাক্ষ করা হলেও দলের জলপাইগুড়ি জেলার সভানেত্রী মহুয়া গোপ এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *