প্রাক্তন মন্ত্রী যোগেশ চন্দ্র বর্মনের প্রয়াণ দিবসে রক্তদান শিবির DYFI -র
প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএমের বরিষ্ঠ নেতা যোগেশ চন্দ্র বর্মনের প্রয়াণ দিবস উপলক্ষে বৃহস্পতিবার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ফালাকাটা ৩ নম্বর লোকাল কমিটির উদ্যোগে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির,বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও বসে আকো প্রতিযোগিতা। ফালাকাটার প্রাক্তন বিধায়ক তথা বাম আমলের মন্ত্রী যোগেশ চন্দ্র বর্মনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। ।এদিন ফালাকাটা ব্লকের ভুটনির ঘাট ফুটবল মাঠ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় এদিন মোট ৫০ জন রক্তদাতা রক্তদান করে বলে খবর।তবে করোনার জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের অনুমতি না পাওয়ায় সেটি বাতিল করা হয়। পাশাপাশি এদিন কচিকাঁচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে সংগঠনের সদস্য স্বপণ বর্মন জানান।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন DYFI আলিপুরদুয়ার জেলা সভাপতি বাপন গোপ, জেলা নেত্রী উৎপলা রায়, লোকাল সম্পাদক ইন্দ্রজিৎ বর্মন সহ প্রমুখ।
ফালাকাটা থেকে আবিদ হোসেনের রিপোর্ট।