প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তালা মেরে পরীক্ষা দিতে গিয়েছেন চিকিৎসকরা, পরিষেবা না মেলায় ক্ষোভ রোগী – পরিজনদের

ময়নাগুড়ি: প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসকদের প্রবেশিকা পরীক্ষা রয়েছে রবিবার। তাই শনিবার দুপুর থেকে রবিবার পর্যন্ত স্বাস্থ্য কেন্দ্রে তালা ঝুলিয়ে পরিষেবা বন্ধ রাখলেন তারা। আর সেই কারণেই স্বাস্থ্য কেন্দ্রের সমস্ত নার্স এবং কর্মীদেরও ছুটি দিয়েছেন কর্তৃপক্ষ। আর এতেই সমস্যায় পড়েছেন স্থানীয় রোগীর পরিজনরা। এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ময়নাগুড়ি ব্লকের চূড়া ভান্ডার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। যদিও এই বিষয়টি ভ্রুনাখরেও জানতেন না ময়নাগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ শীতেশ বর। তিনি জানান,” বিষয়টি আমার জানা নেই। তবে এই ধরনের সিদ্ধান্ত কিভাবে নেওয়া হল বিষয়টি খতিয়ে দেখা হবে। জরুরী পরিষেবা চালু করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জানা গিয়েছে, এই স্বাস্থ্য কেন্দ্রে তিনজন চিকিৎসক রয়েছে। রবিবার তাদের এম ডি করার প্রবেশিকা পরীক্ষা রয়েছে। তাই তারা কেউই স্বাস্থ্য কেন্দ্রে থাকবেন না। সেই কারণে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বন্ধ করা হয়েছে। বন্ধের কোনো রকম আগাম নোটিশ না দিয়েই সমস্ত নার্স এবং কর্মীদের ছুটি দিয়ে স্বাস্থ্য কেন্দ্রে তালা বন্ধ করা হয়েছে। তবে স্থানীয় পঞ্চায়েত সদস্যের সাথে আলোচনা করেই চিকিৎসকরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। তবে স্থানীয় পঞ্চায়েত সদস্যের সাথে আলোচনা করেই কি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এক জরুরি বিভাগ বন্ধ রাখা যায়? তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *