প্রানী বিকাশ সম্পদ

আব্দুল ওহাব,গাজোল: মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায প্রানী সম্পদ বিকাশ সপ্তাহ 2022 এদিন গাজোল ব্লকের সাহাজাদপুর গ্রাম পঞ্চায়েতে মাঠে অনুষ্ঠিত হয়ে থাকে ।উপস্থিত ছিলেন গাজোল ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিনা পারভিন, শাহাজাদপুর অঞ্চল সভাপতি মহিদুর রহমান, প্রাণিসম্পদ দপ্তর গাজোল বি এল ডিও ডাঃ স্বরূপ কুমার পানিগ্রেই , চাকনগর অঞ্চল প্রাণীশেবী রবিউল ইসলাম , এল ডি এ নাসির চৌধুরী , এছাড়াও প্রানী বন্ধু, প্রাণী সেবি, এ আই ওয়ার্কার , প্রাণী মিত্রা , থেকে শুরু করে আরও অনেকে উপস্থিত ছিলেন। প্রাণী শেবী রবিউল ইসলাম জানান মুলতো প্রানী সম্পদ বিকাশ সপ্তাহ এর মাধ্যমে প্রতিবছর ন্যায় এ বছরও পশ্চিমবঙ্গে যে দুধের ঘারতি সে ঘারতি পূরণ করার জন্য প্রাণি সম্পদ বিকাশ সপ্তাহ শাহজাদপুর অঞ্চল মাঠে ক্যাম এর মাধ্যমে ফার্মারদের উৎসাহ জাগানোর জন্য তাদের যে সব গবাদি পশু আছে সেগুলোকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এর মাধ্যমে পুরস্কার করা হয়। এছাড়াও গাজোল ব্লকে প্রাণী বন্ধু, প্রাণী মিত্রা , প্রাণী শেবী, এ আই ওয়ার্কারদের মধ্যেও প্রথম দ্বিতীয় তৃতীয় দেরকে ও পুরস্কার দেওয়া হয়। তার মধ্যে ব্লকে প্রথম হয়েছেন চাকনগর অঞ্চল প্রাণী শেবী রবিউল ইসলাম বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *