প্রাপ্য দাম না মেলায় জমিতেই নষ্ট হচ্ছে বাঁধা কফি
বিদ্যুৎ কান্তি বর্মন, সিঙ্গিজানি,২৩ মে: কোচবিহার জেলার কৃষি প্রধান বলে পরিচিতি অঞ্চলের মধ্যে মাথাভাঙ্গা ২ নং ব্লকের বড়শৌলমারি গ্রাম পঞ্চায়েতের সিঙ্গিজানি, দেওযানবস, মুকুলডাঙ্গা এলাকা। ওই অঞ্চলের বেশিরভাগ মানুষই কৃষিকাজের উপর নির্ভরশীল, কৃষি কাজ করেই জীবিকা নির্বাহ করে। কিন্তু লক ডাউনের জেরে সব্জি বিক্রি ঠিক ঠাক হয় না, দুর দুরান্তের কোন ক্রেতা আসতে না পারায় বাঁধা কফির ভালো দাম পাচ্ছেন না কৃষকরা, এমনটাই জানান কৃষক শিশির দত্ত, চন্দন সরকার, ভক্ত দত্তরা।তারা বলেন আগে বাঁধা কফি বিক্রি করে কেজি প্রতি ১৫-২৫ টাকা বিক্রি হতো, লক ডাউনে দাম দাঁড়িয়েছে ৮-১০ টাকা কিন্তু এখন এক ধাক্কায় কমে দাঁড়িয়েছে ৩-৫ টাকা কেজি প্রতি। এই দামে ফসল বাজারে নিয়ে গিয়ে কিছু লাভ নেই, তাই বাধ্য হয়ে জমিতেই ফসল নষ্ট হচ্ছে বলে জানান।