প্রার্থীলার নাম ঘোষণা করিল তৃণমূল

নিউজ ডেস্ক, শিলিগুড়ি:শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনত বিরোধীলার থাকি কয়েক কদম আগায় গেল তৃণমূল কংগ্রেস। আইসা ২৬ জুন নির্বাচনের দিন ঘোষণা করা হইছে। আর দিন ঘোষণা হইতেই শিলিগুড়ি মহকুমা পরিষদের নয়’টা আসনত প্রার্থীলার নাম ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। রবিবার প্রার্থীলার নাম ঘোষণা করিছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রার্থীলা হইলেন, অরুণ ঘোষ, নলিনীরঞ্জন রায়, জ্যোতি তিরকি, প্রিয়াংকা বিশ্বাস, কাজল ঘোষ, কেশরী মোহন সিংহ, কুমুদিনী বরাইক, আইনুল হক আর রুমা রেশমি এক্কা।

উল্লেখ্য, রাজ্যের মইধ্যে একমাত্র শিলিগুড়িতেই মহকুমা পরিষদ আছে। এর অধীনত চারটা পঞ্চায়েত সমিতি আর ২২টা গ্রাম পঞ্চায়েত আছে। বিতা মহকুমা পরিষদ নির্বাচনত ক্ষমতা দখল করে বামলা। যুদিও পরে দলবদলের খেলাত অনেক গ্রাম পঞ্চায়েতেই বামলার হাতছাড়া হয়। বিধানসভা নির্বাচনত গ্রামীণ এলাকাত শক্তি অনেকটায় বাড়ায় নেয় বিজেপি। শিলিগুড়ির গ্রামীণ এলাকার মাটিগাড়া নকশালবাড়ি আর ফাঁসিদেওয়া দুই’টা আসনতেই জয়ী হন বিজেপি প্রার্থীলা। তুলনায় শক্তিক্ষয় হয় বাম আর কংগ্রেসের। তবে সদ্য শিলিগুড়ি পুরনিগম নির্বাচনত জয় পাওয়াতে কিছুটা আগায় থাকিই মহকুমা পরিষদের লড়াই শুরু করিছে তৃণমূল। যুদিও বিজেপিও গ্রামীণ এলাকাত তৃণমূলক যথেষ্টই বেগ দিবে বুলি মনে করা হচে। তবে বামলা যুদি নিজেরলার ভোটব্যাংকত ভাঙন আটকি দিবা পারে তাহলে কিন্তু অনেক হিসাবেই গোলমাল হয়া যাবা পারে বুলি মনে করেছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *