প্রেমের সম্পর্কে ফাটল, আম বাগানে উদ্ধার প্রেমিকের দেহ
*
নিউজ ডেস্ক,রতুয়া:প্রেমে প্রত্যাখান যার কারণে মানসিক অবসাদের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা যুবকের। আম বাগান থেকে উদ্ধার দেহ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রতুয়া থানার আটগামা গ্রামে। ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম তাপস সরকার (২২) বাড়ি রতু ১ নং ব্লকের বাহারাল গ্রাম পঞ্চায়েতের আট গামা গ্রামে। তাপস ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক। দুদিন আগে ভিন রাজ্যের শ্রমিকের কাজ চুকিয়ে বাড়ি ফিরে ওই যুবক। বছর দুয়েক আগে এলাকার এক যুবতীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, এরপরই যুবকের পরিবার বিয়ের প্রস্তাব পাঠায় প্রেমিকার পরিবারের কাছে। কিন্তু ওই যুবকের সাথে মেয়ের বিয়ে দিতে নারাজ মেয়ের পরিবার এই ঘটনা জানার পরই মানসিক ভাবে ভেঙে পড়েন ওই যুবক। এরপরই আত্মহত্যার পথ বেছে নেন ওই যুবক। গতকাল বাড়ি সন্ধে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গেলেও ওই সারারাত ওই যুবকের কোন খোঁজ পাননি পরিবার। আজ দুপুরে বাড়ি থেকে একশো মিটার দূরত্বে আমবাগান থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার কে ঘিরে কান্নায় ভেঙে পড়েন গোটা পরিবার। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।