প্রয়াত সমাজসেবী শ্যামাপ্রসাদ দত্ত রায়ের স্মরণে রক্তদান শিবির
দেবাশীষ রায়,কামাখ্যাগুড়ি, ৩১ জানুয়ারি: কামাখ্যাগুড়ির প্রয়াত সমাজসেবী শ্যামাপ্রসাদ দত্তরায়ের স্মরনত রক্তদান শিবির অনুষ্ঠিত হৈলেক। উত্তর কামাখ্যাগুড়ি এলাকাত শ্যামাপ্রসাদ দত্তরায়ের বাড়িত সোমবার রক্ত দান শিবির অনুষ্ঠিত হয়। আলিপুরদুয়ার জেলা হাসপাতাল ব্লাড ব্যাংকের কর্মীগিলা শিবিরত রক্ত সংগ্রহ করে। রক্তদাতাগিলার স্বাস্থ্য পরীক্ষা করে ডাঃ শংকর দাস। জানা গেইসে, শিবিরত ৪ জন মহিলা সহ মোট ২০ জন রক্তদান করিসে। উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি হৃদরোগত আক্রান্ত হয়া প্রয়াত হয় কামাখ্যাগুড়ির সমাজসেবী, পেশায় ঠেলা চালক শ্যামাপ্রসাদ দত্তরায়। বিভিন্ন উৎসব-অনুষ্ঠানত রক্তদান শিবির করা থাকি শুরু করি থ্যালাসেমিয়া রোধ প্রচারের মতো বিভিন্ন সামাজিক কাজত যুক্ত আছিল প্রয়াত এই সমাজসেবী। থ্যালাসেমিয়া নিয়া সচেতনতার লক্ষ্যত গত ১৮ নভেম্বর শ্যামাপ্রসাদ দত্তরায় সাইকেলত করিয়া কামাখ্যাগুড়ি থাকিয়া দিল্লি গেইসে। গত ১৫ ডিসেম্বর দিল্লি থাকিয়া বাড়ি ফিরি আইসে। আরোহ করোনা পরিস্থিতিত মানুষক সচেতন করিবার বাদে পথত নামিয়া প্রচার করে। কিন্তু হৃদরোগত আক্রান্ত হয়া গত ১৯ জানুয়ারি ৫৭ বছর বয়সে প্রয়াত হৈল। সোমবার তাঁর বাড়িত শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে রক্তদান শিবির করা হৈল। শিবিরত উপস্থিত আছিল এলাকার জনপ্রতিনিধি ও বিশিষ্টমানষিগিলা। শিবিরত রক্তদাতা গিলার হাতত শংসাপত্র তুলে দিয়া উমাক উৎসাহিত করে এলাকার জনপ্রতিনিধিগিলা।