প্রয়াত হইল বারবিশার বাসিন্দা ‘বঙ্গরত্ন’ রাজেন্দ্রনাথ দাস,শোকের ছায়া এলাকাত
দেবাশীষ রায় , কুমারগ্রাম , ৩ মার্চঃ প্রয়াত হইল ‘বঙ্গরত্ন’ রাজেন্দ্রনাথ দাস। এদিন ভোর সাড়ে ৪টা নাগাদ কোচবিহারত তাঁর ভাগিনার বাড়িত শেষ নিঃশ্বাস ত্যাগ করে উনি। পরিবার সূত্রে জানা জানা গেইছে, মৃত্যুকালে তাঁর বয়স হৈছিল ৮৮ বছর। কুমারগ্রাম ব্লকের বারবিশার বাসিন্দা ছিল প্রয়াত রাজেন্দ্রনাথ দাস। বারবিশা হাই স্কুলের শিক্ষক ছিল তিনি। তাঁর মৃত্যুত শোকের ছায়া নামি আসিছে এলাকাত। বৃহস্পতিবার দুপুরত তাঁর মরদেহ বারবিশাত নিয়া আইসা হয়। প্রথমে নিজ বাসভবনত আরোহ পরে বারবিশা হাই স্কুলত প্রয়াত বঙ্গরত্নক শেষ শ্রদ্ধা জানান এলাকার বিশিষ্টজন ও সাধারণ মানুষিলা। জানা যায়, সম্প্রতিকালে উনায় অসুস্থ হয়া পড়ে। তাঁক কোচবিহারের একটা নার্সিংহোমত ভর্তি করানো হয়। সেখান থাকি রাজেন্দ্রনাথ দাসক চিকিৎসার পর ছুটি দেওয়া হয়। কোচবিহারত তাঁর ভাগ্নার বাড়িত ছিল এতদিন তিনি । সেটেও নিয়মিত তাঁক চিকিৎসক আসিয়া দেখিসে। উল্লেখ্য, ২০২০ সালে শিলিগুড়িত অনুষ্ঠিত হওয়া উত্তরবঙ্গ উৎসবত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজেন্দ্রনাথ দাসের হাতত ‘বঙ্গরত্ন’ পুরষ্কার তুলি দেয় । অকৃতদার ছিল প্রয়াত এই প্রাক্তন শিক্ষক। এদিন তাঁক শেষ শ্রদ্ধা জানান এলাকার বাসিন্দালা। জানা যায় , এদিন চেংমারি গ্রাম পঞ্চায়েতের দলদলি এলাকাত রাজেন্দ্রনাথ দাসের পুরোনো বাড়ি সংলগ্ন স্থানত তাঁক দাহ করা হয়। তাঁর মৃত্যুত গভীর শোক প্রকাশ করিছে তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিকবড়াইক, কুমারগ্রামের বিধায়ক মনোজকুমার ওরাওঁ, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি বীরেন্দ্রকিশোর সরকার সহ অন্যান্য মানষিগিলা।