প্রয়াস কোচিং সেন্টারের উদ্যোগে বিনামূল্যে মুখ ও দাঁতের চিকিৎসা
আব্দুল ওহাব,গাজোল: মালদা জেলার গাজোল ব্লকের চাকনোগর গ্রাম পঞ্চায়েতের কাটিকান্দরে প্রয়াস কোচিং সেন্টারের উদ্যোগে এদিন রবিবার বিনামূল্যে মুখ ও দাঁতের চিকিৎসা শিবির করা হয়। এদিন কাটিকান্দর প্রাইমারি ইস্কুলে মুখ ও দাঁতের শিবির বসানো হয়েছিল । প্রয়াস কোচিং সেন্টার শিক্ষক বিমল মাহাতো বলেন এদিন এলাকায় প্রায় শতাধিক মানুষ মুখ ও দাঁতের চিকিৎসা করান। এবং চিকিৎসা করাতে আসা প্রত্যেকে বিনামূল্যে তাদেরকে ওষুধ দেওয়া হয়।