প্লাস্টিকের ক্যারিব্যাগ বন্ধে পৌরসভার পক্ষ থেকে বৈঠক মাড়োয়ারি ভবনে

ময়নাগুড়ি, ১৫ জুন : সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে প্লাস্টিক যত ক্যারিব্যাগ। তা সত্ত্বেও ব্যবসায়ীসহ সাধারণ মানুষের কোনো ভ্রুক্ষেপ নেই। বারংবার প্রশাসন এর বিরুদ্ধে অভিযান চালালেও আদতে বন্ধ করা সম্ভব হয়নি প্লাস্টিক ক্যারি ব্যাগ। তাই এবার ময়নাগুড়ি পৌরসভার উদ্যোগে ক্যারি ব্যাগ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কারণেই বুধবার ময়নাগুড়ির মাড়োয়ারি জনকল্যাণ সমিতির ভবনে একটি বৈঠক ডাকে ময়নাগুড়ি পৌরসভা। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন এডিএম অশ্বিনী কুমার রায়, ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দী, পৌরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারী, ভাইস চেয়ারম্যান মনোজ রায়, সহ কাউন্সিলর এবং ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতি ও আম নাগরিকবৃন্দ। এদিনের এই বৈঠকে আলোচনা করা হয় আগামী ২০ জুন থেকে পুরোপুরি প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিষিদ্ধ করা হবে। এই বিষয়ে একাধিক সচেতনতা মূলক প্রচার চালাবে পৌরসভা। এমনকি একটি রেলি করা হবে। জানাজায় ৭৫ মাইক্রোনের নিচে থাকা প্লাস্টিক কোনভাবেই বাজারে বিক্রি করা যাবে না বা ব্যবহার করা যাবে না। এই বিষয়টিও ব্যবসায়ী সমিতি এবং ময়নাগুড়ির সাধারণ জনতাকে বুঝিয়ে বলেন ময়নাগুড়ি পৌরসভার পক্ষ থেকে। এদিনের এই বৈঠক সম্বন্ধে ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় বলেন," সরকারিভাবে প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিষিদ্ধ রয়েছে। এরপরেও বাজারে দেদারে চলছে প্লাস্টিকের ক্যারি ব্যাগ। এর আগেও আমরা এর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিলাম কিন্তু পুনরায় প্লাস্টিকের রমরমা দেখা দিয়েছে ময়নাগুড়িতে। তাই আমরা পৌরসভার পক্ষ থেকে এই বৈঠক করে ময়নাগুড়ি বাসীকে একত্রিত হয়ে প্লাস্টিক বন্ধের সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাচ্ছি।"

 এই বিষয়ে ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দী বলেন,"৭৫ মাইক্রোনের নিচে ক্যারি ব্যাগ নিষিদ্ধ রয়েছে। তবে আমরা ব্যবসায়ী সমিতি কে জানিয়েছি যে তারা একত্রিত হয়ে এই ক্যারি ব্যাগ নিষিদ্ধ করতে উদ্যোগী হবেন। প্লাস্টিক এর পরিবর্তে তার বিকল্প ব্যবহার করতে হবে।"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *