ফসল তোলা সহ রোপনের দাবিতে রাজ্য সড়ক অবরোধ অশোকবাড়িতে
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা,১১ জুন: লক ডাউনের পর থেকে বন্ধ কাটা তারের সীমান্ত, যার ফলে চাষ বাস করতে পারছেন না সীমান্ত বর্তী এলাকার স্থানীয় বাসিন্দারা। এদিন এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েন মাথাভাঙ্গা ১ নং ব্লকের চঙ্গারখাতা সীমান্ত এলাকার মানুষেরা।এদিন গ্রামবাসীরা মাথাভাঙ্গা অশোক বাড়ি এলাকায় মাথাভাঙ্গা শিলিগুড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন ।গ্রামবাসীরা জানায় দীর্ঘদিন থেকেই বন্ধ সীমান্ত যার ফলে জমিতে নষ্ট হচ্ছে ফসল,ব্যাপক ক্ষয়ক্ষতি সম্মুখীন তারা।চাষবাস করে তাদের জীবন যাপন করেন।একে করোনা ভাইরাসের আতঙ্ক অপরদিকে বন্ধ কাজ।তারপর চাষবাস না করতে পারলে কি খাবেন।প্রশাসনকে জানিয়েও কোন কাজ না হওয়ায় আজকে তারা বাধ্য হয়ে এই অবরোধ কর্মসূচিতে সামিল হয়েছেন ।এই অবরোধের জেরে রাস্তার দুপাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়।গরমে নাজেহাল হয়ে পড়েন বাস যাত্রীরা। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মাথাভাঙ্গা থানার পুলিশ ।পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশ কে ঘিরেও বিক্ষোভ দেখান বাসিন্দারা। এরপর যদিও পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয় গ্রামবাসীরা।