ফালাকাটায় আসবেন মমতা, উজ্জীবিত তৃণমূল নেতাকর্মীরা
উৎপল রায়, ফালাকাটা : ফালাকাটায় নির্বাচনী প্রচারে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফালাকাটা, মাদারিহাট, কালচিনি, আলিপুরদুয়ার কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রের পাঁচ প্রার্থীর জন্য প্রচার করবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। জেলায় তৃণমূল কংগ্রেস প্রথম বিধায়ক পায় ফালাকাটা বিধানসভা কেন্দ্র থেকে। ২০১১ সালে এই আসনে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হন অনিল অধিকারী। পর পর দুইবার এই আসনে জয়ী হন তিনি। পরবর্তীতে তৃণমূল বিধায়কের অকাল প্রয়ানে উপনির্বাচন হওয়ার কথা থাকলেও , করোনা পরিস্থিতির জন্য বাতিল করা হয় উপনির্বাচন। বিগত লোকসভা নির্বাচনের ফলাফল অনুসারে অনেকটাই পিছিয়ে তৃণমূল শিবির। এবার সেই আসনকে পাখির চোখ করে এবং জয়ী আসন ধরে রাখতে আগামী ২রা এপ্রিল ফালাকাটায় নির্বাচনী জনসভায় যোগ দিতে আসছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার ফালাকাটা ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তৃণমূল নেত্রীর নির্বাচনী সফরের কথা জানালেন ব্লক সভাপতি তথা এই আসনের তৃণমূল প্রার্থী সুভাষ চন্দ্র রায়। তিনি জানালেন রাজ্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মারফত জানানো হয়েছে তাকে । আপাতত নির্বাচনী জনসভার জন্য ফালাকাটা’র টাউন ক্লাব ও মিল রোড এর মাঠ চিহ্নিত করা হয়েছে। ঠিক দুমাস আগে ২রা ফেব্রুয়ারি আদিবাসী সম্প্রদায়ের গনবিবাহ , চা সুন্দরী সহ বিভিন্ন সরকারী প্রকল্পের শুভ উদ্বোধন করতেও এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।ভোটের প্রাক্কালে তৃণমূল সুপ্রিমোর ফালাকাটায় নির্বাচনী জনসভার জন্য উজ্জীবিত ব্লক নেতৃত্ব তথা কর্মী সমর্থক।