ফালাকাটায় গণবিবাহের অনুষ্ঠান মঞ্চে নাচের তালে তাল মেলালেন মুখ্যমন্ত্রী

বিদ্যুৎ কান্তি বর্মন, ফালাকাটা:- সোমবার শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসবের অনুষ্ঠানের শুভ সূচনা করে মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটার মিল রোডের মাঠে একগুচ্ছ সরকারি প্রকল্পের সাথে সাথে আদিবাসী সমাজের ৪৫০টি নবদম্পতির বিয়েতে উপস্থিত হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যায়, এ দিন বিভিন্ন চা বাগান থেকে ৪৫০টি নবদম্পতি বিবাহ সম্পন্ন করা হয় ফালাকাটা মিল রোডে ফুটবল মাঠের সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং এই বিবাহের দায়িত্ব সম্পূর্ণ ভাবে পূর্ণ করেন পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের অধিকারীরা। এদিন মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আদিবাসী লোক সংস্কৃতির সাথে বিয়ের মঞ্চে নাচের সাথে তাল মেলাতে যেমন দেখা গিয়েছিল। তেমনি অপর দিকে একগুচ্ছ কর্মসূচির সূচনা করার কোথাও ঘোষণা করেন এই সামাজিক মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান চা শ্রমিকদের কথা ভেবে এদিন আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও দার্জিলিং শহর বিভিন্ন এলাকার চা শ্রমিক সুন্দরী প্রকল্পের আওতায় আনা হয় এবং এই প্রকল্প আগামী তিন বছরের মধ্যে সম্পূর্ণ পূর্ণতা লাভ করবে বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান। অপর দিকে দলীয় সূত্রে জানা যায় আগামীকাল ৩রা ফেব্রুয়ারি আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি, এই তিন জেলার কর্মী-সমর্থকদের নিয়ে কর্মীসভা হতে চলেছে আলিপুরদুয়ার এর প্যারেড গ্রাউন্ড মাঠে। সেখানে জনসমর্থন চোখে পড়ার মতো হবে বলে তৃণমূল দলীয় সূত্র জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *