ফালাকাটা উপনির্বাচন: এনআরসির বিরুদ্ধে প্রচার করে ওপার বাংলা থেকে আগত নমঃশূদ্র সহ সমস্ত মানুষকে দলে ফেরানোর চেষ্টা তৃণমূলের

নিজস্ব সংবাদদাতা, ফালাকাটা: ভূমিপুত্র মানুষের ভোট সুনিশ্চিত করতে তৃণমূল কংগ্রেস দলীয় সংগঠনে  তাদের গুরুত্ব দেওয়ার পাশাপাশি এখানকার ভূমিপুত্র মানুষের বিভিন্ন দাবি দাওয়া পূরণের প্রতিশ্রুতি রক্ষা করছে। পাশাপাশি ওপার বাংলা থেকে আগত মানুষেরাও যাতে তৃণমূল কংগ্রেস থেকে দূরে সড়ে না যায় তার জন্য সেই চেষ্টাও করছে দল বলে জানা গিয়েছে। উল্লেখ্য, বিগত লোকসভা নির্বাচনের ফল বিশ্লেষণ করলে দেখা যাবে যে, বিজেপির উত্থানে ভূমিপুত্রদের পাশাপাশি ওপার বাংলা থেকে আগত নমঃশূদ্র সম্প্রদায়ের মানুষের বিপুল সংখ্যক ভোট পেয়েছে বিজেপি। এই মানুষদের পাশে পেতে ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস। ফালাকাটার ধনীরামপুর ১ ও ২ অঞ্চলে দলের কর্মীসভায় যোগ দিতে এসে তৃণমূল কংগ্রেসের উদ্বাস্তু সেল এর রাজ্য সভাপতি মুকুল বৈরাগ্য হামার চ্যানেলকে জানালেন, ” ১৯৪৭ এর পর ওপার বাংলা থেকে আগত বিভিন্ন সম্প্রদায়ের সেই মানুষগুলোকে মিথ্যে আশ্বাস, সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে বিজেপি সেই মানুষদের ভোট নিয়েছে, আমরা সেই মানুষদের দলে ফেরানোর চেষ্টা করব।”
এদিকে ফালাকাটায় বিধানসভা উপ নির্বাচনের দোরগোড়ায় তৃণমূল কংগ্রেস অঞ্চল ভিত্তিক কর্মীসভার মধ্য দিয়ে দলের আভ্যন্তরীণ মূল্যায়নের উপর জোর দিচ্ছে। ফালাকাটার ধনীরামপুর ১ ও ২ অঞ্চলের বুথ কর্মীদের নিয়ে আজ আভ্যন্তরীণ মূল্যায়ন করতে করা হল কর্মীসভা
রবিবার ধনীরামপুর ১ এর কর্মীসভায় অংশ নেওয়ার পূর্বে তৃণমূল কংগ্রেস উদ্বাস্তু সেল এর রাজ্য সভাপতি মুকুল বৈরাগ্য হামার চ্যানেলকে জানালেন, “কেন্দ্রে বিজেপি সরকার এনআরসি চালুর ভয় দেখিয়ে ওপার বাংলা থেকে আগত মানুষদের ভয় দেখিয়েছে। যে কারণে তারা তৃণমূল থেকে দূরে সড়ে গিয়েছে।” তিনি আরো জানান, মমতা ব্যানার্জীর নেতৃত্বে উদ্বাস্তু সেল গঠন করা হয়েছে, উদ্বাস্তু সেল এর কর্মীরা বিভিন্ন এলাকায় গিয়ে প্রচার করছেন এনআরসি নাগরিকত্বের বিল নয়, নাগরিকত্ব হরণের বিল”। তিনি বলেন, “এটা যদি আমরা বোঝাতে পারি তাহলে যে মানুষগুলো বিজেপি মুখী হয়েছেন তাদের আমরা ফেরাতে পারব”। এদিকে আসন্ন উপ নির্বাচনে দলের জয় সুনিশ্চিত করতে তৃণমূল কংগ্রেস ফালাকাটার প্রতিটি অঞ্চলে কর্মী সভার মধ্য দিয়ে দলের আভ্যন্তরীণ মূল্যায়ন শুরু করেছে। দলের সংগঠণের নিচু স্তরের কর্মীদের কাছ থেকে তৃণমূল স্তরের বিভিন্ন সমস্যা শুনে সেইভাবে তৈরি হচ্ছে দল বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *