ফালাকাটায় চা বাগান থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ
নিজস্ব সংবাদদাতা, ফালাকাটা: ফালাকাটা ব্লকের ধনীরামপুর ২ নং অঞ্চলের ১৩/৩৪ নং পার্টের অন্তর্গত সরুগাঁও চা বাগানের ভিতর এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় শুক্রবার। জানা গিয়েছে, ঐ যুবকের নাম পিন্টু খাড়িয়া (২২)। বিবাহিত ঐ যুবককে মৃত অবস্থায় চা বাগানের ভেতর থেকে উদ্ধার করা হয় বাগানের বারবাক কোয়ার্টার লাইন থেকে। জিনস প্যান্ট দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় নীম গাছের অনেকটা উঁচুতে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয় মৃত যুবককে। জটেশ্বর ফাঁড়ির পুলিশ এসে মৃতদেহ নিয়ে যায় ময়নাতদন্তের জন্য।