ফালাকাটা পুরসভাত তৃণমূলের মহিলা প্রার্থী ৬
ক্ষীরোদা রায় : ফালাকাটা
রাইজ্যের ২০৮ টা পুরসভার প্রার্থীর নাম ঘোষণা করি দিল তৃণমূল কংগ্রেস। ফালাকাটা পুরসভার ১৮টা ওয়ার্ডের সব কয়টাতে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এর মইধ্যে তফসিলি জাতির বাদে সংরক্ষিত পাঁচটা আসনের মধ্যে মহিলা সংরক্ষিত আছে দুইটা। ১ নং ওয়ার্ডের প্রার্থী মিনুবালা বর্মন (গোপ) আর ৮ নং ওয়ার্ডের রুমা রায় সরকার। সংরক্ষিত অইন্য তিনটা ওয়ার্ডের প্রার্থী হৈলেন ৩ নং ওয়ার্ড’ত রাজেশ রায়, ৭ নং ওয়ার্ড’ত ভগীরথ মন্ডল আর ১৬ নং ওয়ার্ডের অচিন্ত রায় (বুম্বা)। ফালাকাটা পুরসভাত তৃণমূলের মোট মহিলা প্রার্থী ৬ জন। মহিলা সংরক্ষিত (সাধারণ) আসন’ত আছেন ৪ জন মহিলা প্রার্থী। ২ নং ওয়ার্ডের শ্যামলি পাল, ৬ নং ওয়ার্ড’ত জয়ন্তী বর্মন, ১১ নাম্বার ওয়ার্ড’ত গীতা দত্ত আর ১৪ নম্বর ওয়ার্ডের লক্ষ্মী চক্রবর্তী। তবে ৫ নম্বর ওয়ার্ডের আলতাফ হোসেন হৈলেন ফালাকাটা পুরসভা ভোটের তৃণমূলের একমাত্র সংখ্যালঘু প্রার্থী। বাকি প্রার্থীলার মইধ্যে দলের পরিচিত মুখ হৈলেন ১৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী জয়ন্ত অধিকারী। প্রয়াত বিধায়ক অনিল অধিকারীর বেটা জয়ন্ত অধিকারী। অইন্য ওয়ার্ডের প্রার্থীলা হৈলেন ৪ নং ওয়ার্ডের অসীম দেব (মন্ডল), ৯ নং ওয়ার্ডের রতন সরকার, ১০ নং ওয়ার্ড’ত প্রদীপ কুমার মুহুরি, ১২ নম্বর ওয়ার্ডের সুভাষ ঘোষ (শিবু), ১৩ নং ওয়ার্ড’ত মনোজ সাহা, ১৫ নম্বর ওয়ার্ড’ত অভিজিৎ রায় (সনাতন), ১৮ নম্বর ওয়ার্ডের তাপস গুহ।