ফুটপাথ ব্যবসায়ীদের অস্থায়ীভাবে পুনর্বাসন

অপু দেবনাথ,হলদিবাড়ি: হলদিবাড়ি শহরের পুরনো বাস স্ট্যান্ডে অস্থায়ীভাবে হলদিবাড়ি উচ্ছেদ হওয়া ফুটপাথ ব্যবসায়ীদের পুনর্বাসন দিলো হলদিবাড়ি পৌরসভার । সেই অনুযায়ী মঙ্গলবার থেকে দোকান চালু করে ফুটপাথ ব্যবসায়ীরা । প্রসঙ্গত উল্লেখ্য গত রবিবার ফুটপাথ দখলমুক্ত করতে অভিযানে নামে হলদিবাড়ি পৌরসভা । হলদিবাড়ি পৌরসভা অভিযানে নেমে উচ্ছেদ করে প্রায় ১০০ টি দোকান । তারপর গত সোমবার দুপুরে উচ্ছেদ হওয়া ফুটপাথ ব্যবসায়ীরা পুনরায় দোকান করবে বলে হলদিবাড়ি পৌরসভায় গিয়ে বিক্ষোভ দেখান । তারপর পৌর কর্তৃপক্ষ হলদিবাড়ি শহরের সুপার মার্কেটের দোকান লাগার পরামর্শ দেয় । সেই অনুযায়ী সেখানে গত মঙ্গলবার থেকে দোকান চালু করে ফুটপাথ ব্যবসায়ীরা । তবে সেখানে সেরকম ভাবে লোকজন যেতো না , ফলে নিত্যদিন তাদের লোকসানের মুখ দেখতে হতো । সে দিক চিন্তা করে তাদের অস্থায়ীভাবে হলদিবাড়ি শহরের পুরনো বাস স্ট্যান্ডে বসানো হয় । পৌরসভা সূত্রে খবর হলদিবাড়ি শহরের মাছ বাজারে তাদের জন্য স্থায়ী সেট করা হচ্ছে । সেট ঘরের কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা এখানেই ব্যবসা করবে । পৌরসভার এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন ফুটপাথ ব্যবসায়ীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *