ফুটফুটে এক নবম শ্রেণীর কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার ফুলবাড়ীতে, চাঞ্চল্য
নিউজ ডেস্ক শিলিগুড়ি:শুক্রবার সন্ধ্যায় ফুলবাড়ীর রাজীব নগর এলাকায় নিজের ঘরে বসেই লেপটপ চালাচ্ছিলো বছর চোদ্দর রিমি মৌলিক।
বাড়িতে তখন কেউ ছিলোনা।তার মা মিনতি মৌলিক কর্মসূত্রে বাইরে ছিলো।
কিছুক্ষন বাদে রিমির বা বাড়িতে আসলে দরজা ভিতর থেকে বন্ধ দেখে অনেক ডাকাডাকি করেও দরজা না খুলায় শেষে সিঁড়ি লাগিয়ে জানালা দিয়ে দেখতে পান সিলিং ফ্যানে তার দেহ ঝুলছে।
ঘরে ঢুকতেই দেখতে পান তার ল্যাপটপটি তখনো ও অন ই আছে।
তড়িঘড়ি ফুলবাড়ীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
পরে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে।
জানাগেছে তাদের বাড়ি কোচবিহারের চিলকির হাট এলাকায়।বাবা মারাগেছে তিন বছর আগে তারপর থেকেই ফুলবাড়ি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকছেন তারা।তবে কি কারণে এমন ঘটনা ঘটালো ওই কিশোরী। তদন্ত করছে পুলিশ।