ফুলবাড়িতে যুবকের অস্বাভাবিক মৃত্যু
সৌমিত্র বর্মন ,ফুলবাড়ি : অস্বাভাবিক মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধিকারী পাড়া এলাকায়। মৃত যুবকের নাম মনোজ অধিকারী (২৪)।পুলিশ সূত্রে জানা গিয়েছে,ঘোকসাডাঙ্গা থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠিয়েছে।একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধিকারী পাড়া এলাকার বাসিন্দা স্বপন অধিকারীর ছোট ছেলে মনোজ অধিকারী দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন।শুক্রবার রাতে পরিবারের লোকজন মনোজকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।এরপর ঘরের পিছনে শস্য ক্ষেতের মাচায় রাত ৯ টা নাগাত তার ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকজন।খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘোকসাডাঙ্গা পুলিশের তরফ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।