ফুলবাড়িত শুরু হৈলেক একশো দিনের কাজ
সৌমিত্র বর্মন, ফুলবাড়ি,১৪ জুন: মাথাভাঙ্গা ২ নাম্বার ব্লকের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থাকি শুরু হৈলেক একশো দিনের কাজ। লক ডাউনত ৩ মাস ধরি সউক সরকারি কাজ বন্ধ ছিল। আনলক পইলা পর্বে শিথিল হৈছে লক ডাউন, এই সুযোগ টাক কাজত নাগাইল ফুলবাড়ি অঞ্চল। জানা গেইচে, সংশ্লিষ্ট অঞ্চলের ৪ আর ৫ নাম্বার বুথত একশো দিনের প্রকল্পের মধ্য দিয়া পুকুর কাটার কাজ শুরু হৈছে শনিবার। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান ধনঞ্জয় অধিকারী কয়, এত দিন লকডাউনে সউক ধরনের কাজ বন্ধ হৈছে, শিথিল হবার দরুণ সরকারি নির্দেশিকা মানি ১০০ দিনের কাজ শুরু করিছি।