ফুলবাড়ি বাজারে মাস্কবিহীন ক্রেতা-বিক্রেতা
সৌমিত্র বর্মন,ফুলবাড়ি : সারা দেশ করোনার দ্বিতীয় তরঙ্গে কম্পমান। এই রাজ্যেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।সরকার মাস্ক পড়ার নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকাকে অমান্য করে মঙ্গলবার বিকালে মাথাভাঙ্গা ২ নং ব্লকের ফুলবাড়ি অঞ্চলের ফুলবাড়ি বাজারে দেখা গেল মাস্কবিহিন চিত্র। এদিন বাজারে আসা অধিকাংশ ক্রেতা ও বিক্রেতার কারো মুখে দেখা গেলনা মাস্ক। অসচেতন ভাবে বাজারে চলে আসছেন ক্রেতা ও বিক্রেতারা।সপ্তাহের দুই দিন মঙ্গলবার ও শনিবার হাট বসে। বিশেষ করে হাটের দিনগুলিতে ভিড় সব থেকে বেশি হয়। প্রচুর মানুষের সমাগম ঘটে। সরকার বাড়ির বাইরে বের হলে মাস্ক পড়ার নির্দেশিকা জারি করেছে। কিন্তু সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে ক্রেতা ও বিক্রেতারা মাস্ক ছাড়াই বাজারে চলে আসছেন কেনা বেচা করতে। মঙ্গলবার হাটে আসা এক ক্রেতা বলেন, প্রচন্ড গরম চলছে তাই মাস্ক নিয়ে আসি নাই।ফুলবাড়ি বাজার কল্যাণ সমিতির সম্পাদক সম্পাদক ব্রজেশ্বর মন্ডল বলেন, সোমবার গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে করোনা সচেতনতা বিষয়ে বৈঠক হয়।আমরা করোনা বিষয়ে বিভিন্ন সচেতনতা মূলক প্রচার চালাব।ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান ধনঞ্জয় অধিকারী বলেন,গতকাল কার্যালয়ে ব্যবসায়ী সমিতি এবং ক্লাব সহ বিভিন্ন প্রতিষ্ঠান গুলিকে নিয়ে বৈঠক করা হয়। মাস্ক , স্যানিটাইজার, সামাজিক দূরত্ব প্রভৃতি সচেতনতা মূলক প্রচারের বিষয়ে তাদেরকে উদ্যোগ নেওয়ার আবেদন করা হয়েছে।