ফের ফুলবাড়িতে দিনে দুপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য
নিউজ ডেস্ক, ফুলবাড়ি:শনিবার দুপুর বারোটা নাগাদ ফুলবাড়ী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চুনাভাটি এলাকার এক বাড়িতে হানা দেয় চোরের দল ।ঘরের তালা ভেঙ্গে স্বর্ণালংকার সহ কিছু টাকা পয়সা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
জানাগেছে সেসময় বাড়ির সকলে ডাক্তার দেখাতে বাড়ির বাইরে গিয়েছিল।
সেসময় বাড়ি ফাঁকা থাকার সুযোগ ঘরে ঢুকে চোরের দল।
কয়েক ঘন্টার মধ্যেই বাড়ির সব লন্ডভন্ড করে দিয়ে গেলো চোর।বাড়ি ফিরতেই মাথায় হাত গৃহ কর্তার।কান্নায় ভেঙে পড়েন বাড়ির সদস্যরা।
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।