ফের বড়সড় সাফল্য এস,ও,জি এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশের
দুই কোটি টাকার ব্রাউন সুগার, আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজসহ এক মহিলা সহ চারজন কে গ্রেপ্তার করলো পুলিশ।ধৃতরা হল দীপক বর্মণ, রতন বিশ্বাস, জাহারা বেগম এবং রিন্টু শেখ। দীপক জলপাইগুড়ি, রিন্টু মালদা, রতন বাগডোগরা এবং জাহারা মাটিগাড়ার বিশ্বাস কলোনি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে, বুধবার দুপুরে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ির নৌকাঘাট এলাকায় অভিযান চালিয়ে ধৃতদের গ্রেপ্তার করে করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপের পুলিশ আধিকারিকরা। ধৃতদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় ১ কেজি ব্রাউন সুগার, একটি আগ্নেয়াস্ত্র, ২৮টি কার্তুজ, দুটি ম্যাগাজিন,নগদ- ১৭,৫০০টাকা, চারটি মোবাইল ফোন এবং একটি ওজনের মেশিন। নিষিদ্ধ মাদকদ্রব্য ও অপরাধমূলক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। তবে উদ্ধার হওয়ায় ব্রাউন সুগার কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাঠানোর উদ্দেশ্য ছিল তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।ধৃতদের বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।