ফের লোকালয় থেকে উদ্ধার হল বিশাল মাপের কিং কোবরা
ময়নাগুড়ি: ময়নাগুড়িতে ফের উদ্ধার হল বিশাল মাপের এক কিং কোবরা। বৃহস্পতিবার ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েতের যাদবপুর চা বাগান এলাকায় উদ্ধার হয় এই কিং কোবরাটি। জানা গিয়েছে, এদিন বাগানে কাজ করার সময় সাপটিকে দেখতে পান চা শ্রমিকেরা। তারাই প্রথম খবর দেন রামসাই মোবাইল স্কোয়ার্ডকে। রামসাই মোবাইল স্কোয়াডের তরফে খবর পৌঁছায় ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের কাছে। তারা গিয়ে চা বাগানের ভিতর থেকে বিশালাকার কিং কোবরাটি উদ্ধার করেন। জানা গিয়েছে এই সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট লম্বা। দীর্ঘ এক ঘন্টার চেষ্টায় সাপটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন সর্পপ্রেমী এই সংগঠনটি। সাপটিকে উদ্ধারের পর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
