“বঙ্গভূষণ” সম্মানে সম্মানিত উপাচার্য ডক্টর মহেন্দ্র নাথ রায়

নিউজ ডেস্ক, শিলিগুড়ি:রাইজ্য সরকারের কাছ থাকি ‘বঙ্গভূষণ’ সম্মানে সম্মানিত হৈলেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ মহেন্দ্রনাথ রায়।

বিজ্ঞান চর্চাত উমার অবদান আরহ্ রাজবংশী সমাজের মানষির বাদে নানান কল্যাণমূলক কাজের বাদে রাইজ্য সরকার বিশিষ্ট শিক্ষাবিদের হাত’ত রাইজ্যের সর্বোচ্চ সম্মানত সম্মানীত করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উমার হাত’ত এই খেতাব তুলি দেন।

বিভিন্ন ক্ষেত্র’ত সফল বিশিষ্ট্য সমাজের নানান ক্ষেত্র থাকি আইসা বিশিষ্ট ব্যক্তিলার হাত’ত রাইজ্য সরকার ‘বঙ্গভূষণ’, ‘বঙ্গবিভূষণ’, ‘বঙ্গরত্ন’ খেতাব তুলি দেয়।

কোচবিহারের হলদিবাড়ির বক্সিগঞ্জ অঞ্চলের ভোলারহাট গ্রাম’ত এক কৃষক পরিবার’ত জন্ম অধ্যাপক ডঃ রায়ের। ছোটতে বাপ মারা যায়। অভাবের সংসার’ত খিব কষ্ট করি মাওয়ে মানষি করি তুলেন। বাপ হারা বেটা, পড়াশুনার খরচ জুটানো চাপ, বাড়ির লোক চাইসে আর পাঁচটা রাজবংশী কৃষক পরিবারের ছাওয়ার মতন বেটা কৃষিকাজে করুক। কিন্তু উমার মেধা থামি থাকে নাই। ক্লাস ফোরে পড়ার সময় জাতীয় বৃত্তি স্কলারশিপ পান। মাসে মাসে পাওয়া ওই টাকা দিয়া চলে পড়ার খরচ। এরফর বাড়ির প্রায় বগলের জুনিয়ার হাইস্কুলত ভর্তি হন, তারপর হলদিবাড়ি হাইস্কুল থাকি উচ্চমাধ্যমিক পাস করি জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজ থাকি রসায়ন বিভাগত স্নাতক ডিগ্রি লাভ করিসেন। ১৯৮৭ সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করার পর ওই বিশ্ববিদ্যালয়তে গবেষণার কাজ শুরু করেন। ১৯৯১ সালে পিএইচডি ডিগ্রি পান। ১৯৯৫ সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *