বঙ্গরত্ন পাচ্ছেন ইসলামপুরের অধ্যাপক ডঃ পার্থ সেন

সুবল গোপ চোপড়া : পশ্চিমবঙ্গ সরকারের উত্তর বঙ্গ উৎসবের (২ রা ফেব্রুয়ারি২০২১), শিলিগুড়ির মঞ্চ থেকে উত্তর দিনাজপুর জেলা থেকে বঙ্গরত্ন পুরস্কার পেতে চলেছেন ইসলামপুর কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডঃ পার্থ সেন (৭৭)। পার্থ বাবুর বাড়ি ইসলামপুরে । উল্লেখ্য, পার্থ বাবু কলেজ অধ্যাপক এর পাশাপাশি একটি সাপ্তাহিক পত্রিকাও বের করেন । অবসর নিলেও, অসুস্থতার মধ্যেও তিনি তার পত্রিকা সূর্যাপুর বার্তা চালিয়ে যাচ্ছেন । এছাড়াও তিনি ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য । যে প্রেস ক্লাব বিগত ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় । বর্তমান ক্লাবের কার্যকরী সভাপতি তথা আনন্দবাজার পত্রিকার সাংবাদিক মেহেদী হেদায়েতুল্লা জানান, পার্থ স্যার এর মাধ্যমেই তিনি সংবাদিকতার হাতে খড়ি পেয়েছেন । এখনও তার পরামর্শ পাচ্ছেন । প্রিয় স্যারের বঙ্গরত্ন পুরস্কার পাওয়ার খবর পেয়ে তিনি আনন্দে আপ্লুত ।তার পাশাপাশি গোটা ইসলামপুরে খুশির হাওয়া । ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর এর আধিকারিক সূত্রে জানা যায়, সোমবারের উত্তর বঙ্গ উৎসবের উদ্বোধনী মঞ্চ শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গ থেকে মোট ৯ জন বঙ্গরত্ন পাচ্ছেন । তার মধ্যে ইসলামপুর এর ডাঃ পার্থ সেন রয়েছে বলে জানান ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক পারশ কুমার সিংসি। ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *