বঙ্গরত্ন ভাওয়াইয়া শিল্পী ধনেশ্বর রায় অসুস্থ

ক্ষীরোদা রায়: উত্তরবঙ্গের ভাওয়াইয়া জগতের জীবন্ত কিংবদন্তি প্রবাদপ্রতিম ভাওয়াইয়া শিল্পী বঙ্গরত্ন ধনেশ্বর রায় অসুস্থ হয়েছেন। বেশ‌ কয়েকবছর ধরে তিনি অসুস্থ ছিলেন। গত বুধবার অসুস্থ বোধ করায় তাঁকে জটেশ্বর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুটা সুস্থ হলে তাঁকে বাড়িও আনা হয়। তবে শুক্রবার ফের অসুস্থ হয়ে পড়েন ধনেশ্বর বাবু। তাঁর করোনা নেগেটিভ রিপোর্ট পাওয়া যায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়িতে খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছেন তিনি। যার ফলে ৮৯ বছরের প্রবাদপ্রতিম ভাওয়াইয়া শিল্পী আরও অসুস্থ হয়ে পড়েছেন। এদিন দুপুর নাগাদ অ্যাম্বুল্যান্সে করে পরিবারের সদস্যরা ফালাকাটা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান। রাজবংশী চলচ্চিত্র নির্মাতা তপন রায় বলেন, ‘হার্টের সমস্যায় ভূগছিলেন তিনি। কিছুদিন আগেও সুস্থ ছিলেন তিনি।’ উল্লেখ্য, কিছুদিন আগে শীতলকুচি‌ কান্ড নিয়ে ধূপগুড়িতে নাগরিক সমাজের সাংবাদিক সম্মেলনে যোগ দিতে ধূপগুড়ি আসেন তিনি। জটেশ্বর লীলাবতী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক নারায়ণ চন্দ্র বসুনিয়া বলেন, ‘ধনেশ্বর বাবুর অসুস্থতার খবর সকালে শুনেছি। ওনার জন্য উন্নত চিকিৎসা ব্যবস্থা করার চেষ্টা চালানো হচ্ছে।’ উল্লেখ্য, ‘বৈদেশা বন্ধুরে, একবার উত্তরবাংলা আসিয়া যান, হামার জাগাখান‌ দেখিয়া যান’ গান রচনায় রাজ্য সরকার তাঁকে বঙ্গরত্ন সম্মানে সম্মানিত করেন। আজি গাড়িয়াল বন্ধু মোর হারেয়া গেইসে রে, বন্ধু বড়ো ধন, ও কি ও মোর গাড়িয়াল ফিরিয়ারে আইসো ইত্যাদি জনপ্রিয় গানের রচয়িতা ধনেশ্বর রায়। উত্তরবঙ্গের বিভিন্ন মহল থেকে প্রবাদপ্রতিম শিল্পী ও গীতিকারের উন্নত চিকিৎসার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *