বঙ্গে বর্ষা নামলেও উত্তরে নেই পর্যাপ্ত বৃষ্টি, চিন্তায় আমন চাষীরা
বাপ্পা রায়, ময়নাগুড়ি, ২৫ জুন : ঋতুচক্রের ঘূর্ণায়মান চক্রে বর্ষার মরশুম চললেও পর্যাপ্ত বৃষ্টির দেখা মিলছে না উত্তরবঙ্গে। বঙ্গে বর্ষার আগমন ঘটলেও উত্তরবঙ্গে তার বিন্দুমাত্র প্রভাব নেই বললেই চলে।
ফলে মাথায় হাত পড়েছে উত্তরবঙ্গের আমন চাষীদের।
উল্লেখ্য, প্রতি বছর জুন মাসের মাঝামাঝি সময় থেকেই উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যায়। আর এই বৃষ্টিকে পাথেয় করেই উত্তরবঙ্গের চাষীরা আমন ধান রোপন করেন। কিন্তূ এবছর তাতে অনেকটাই ভাটা পরে গিয়েছে। জুন মাস শেষ হয়ে যাওয়ার সময় উপক্রম হলেও সেভাবে বৃষ্টি নেই উত্তরবঙ্গে। ফলে আমন ধান রোপন করতে পারছে না চাষীরা। যদিও আগামী ২৭ জুন এর পর থেকে মাঝারি বৃষ্টির আভাস মিলেছে উপগ্রহ চিত্র থেকে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই সময়ে মৌসুমী বায়ুর প্রবল নিম্ন চাপ দেখা দিলে বৃষ্টিপাত হয়। কিন্তূ উত্তরবঙ্গে তেমন ভাবে মৌসুমী বায়ুর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। তাই এখন বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গ জুড়ে। তবে আই এম ডি চিত্র অনুযায়ী আগামী ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত উত্তরবঙ্গ সহ হিমালয় সংলগ্ন এলাকাতেও বৃষ্টিপাত হবে। তবে ভারী বৃষ্টিপাত না হলেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে বলেও জানান তারা।
এই বিষয়ে ময়নাগুড়ি কলেজের ভূগোল বিভাগের অধ্যাপক তথা আবহাওয়া গবেষক ডঃ মধুসূদন কর্মকার বলেন, “মৌসুমী বায়ুর নিম্নচাপ এখন উত্তরবঙ্গে দেখা যাচ্ছে না। তবে আগামী ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ সহ হিমালয় সংলগ্ন এলাকাগুলিতে। বন্যা পরিস্থিতির মতো বৃষ্টিপাত না হলেও মোটামুটি ধরণের বৃষ্টিপাত হবে।”