বঙ্গ ভবনের নাম পরিবর্তন এর আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি কেএসওর

 ময়নাগুড়ি, ১৭ মে: রাজ্য সরকারের নতুন ভাবনায়  উত্তর প্রদেশের বেনারসে কাশির মন্দিরে সামনে যেখানে কোচবিহার মহারাজার জায়গা রয়েছে সেখানে তৈরি হবে  বঙ্গ ভবন। আর এই খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়তেই উত্তরবঙ্গের ভূমি পুত্র সংগঠন গুলি এর তীব্র বিরোধিতা করেন। সেই কারণে মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিতে বঙ্গ ভবনের নাম পরিবর্তনের আর্জি জানালেন কামতাপুর স্টুডেন্ট অর্গানাইজেশন। ইমেল ও ক্যুরিয়ার মারফত মুখ্যমন্ত্রীর কাছে তারা একটি চিঠি পাঠান । সেই চিঠিতে তারা সেই বঙ্গ ভবনের নাম পরিবর্তন করে কোচ ভবন কিংবা কামতা ভবন করার আর্জি জানান। 

উল্লেখ্য,একটি দৈনিক সংবাদ পত্রে খবর প্রকাশিত হয় যে উত্তর প্রদেশের বেনারসে কোচবিহার রাজার জমি রয়েছে। সেখানেই কাশীর মন্দিরে রাজ্য সরকার তৈরি করবেন বঙ্গ ভবন। কিন্তূ এতেই আপত্তি জানান বিভিন্ন সংগঠন। কামতাপুর স্টুডেন্ট অর্গানাইজেশন এই নামের বিরোধিতা করে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন তারা। সংগঠনের পক্ষ থেকে যদিও উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। কিন্তূ উদ্যোগকে স্বাগত জানালেও তারা নামের বিরোধিতা করেন। তারা দাবি করেন, যেহেতু কোচবিহার রাজার জমিতে এই উদ্যোগ নেওয়া হবে তাই কোচ ভবন কিংবা কামতা ভবন নামে করার আর্জি জানিয়েছেন। এই বিষয়ে কামতাপুর স্টুডেন্ট অর্গানাইজেশন এর কেন্দ্রীয় সভাপতি সঞ্জয় রায় বলেন, " মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। কিন্তূ যে নাম তিনি নির্বাচন করেছেন তা পরিবর্তনের আর্জি জানাই। সেই উদ্দেশ্যেই আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে বিষয়টি জানালাম।"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *