বজ্রপাতে মৃত্যু ১ এবং আহত ৩, শোকের ছায়া মোরঙ্গা এলাকায়
সৌমিত্র বর্মন,ফুলবাড়ি : বজ্রপাতে মৃত্যু হলো এক যুবকের এবং আহত তিন। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম টোটন বিশ্বাস (২৯)।বাকি ৩ জনকে আহত অবস্থায় ধুপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর দুজনকে ছেড়ে দেয় এবং ১ জন চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছে বলে জানা যায়।ঘটনাটি মাথাভাঙ্গা ২ নং ব্লকের ফুলবাড়ী অঞ্চলের মোড়ঙ্গা বাজার এলাকায়।জানা যায়,আজ দুপুর বেলা মোড়ঙ্গা বাজার সংলগ্ন রাঙাপানি বালাসির চরে কাজ করতে যায় ওই ৪ যুবক।আজ সকাল থেকেই বৃষ্টি ছিল ,সেই সময় হঠাৎ বাজ পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের এবং বাকি তিনজনকে আহত অবস্থায় স্থানীয়রা ধুপগুড়ি হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর দুজনকে ছেড়ে দেয় এবং ১ জনের চিকিৎসা চলছে বলে জানা যায়।পুলিশ সূত্রে জানা যায়, মৃত যুবকের দেহ ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠানো হয়েছে।