বড়শৌলমারী অঞ্চলে আবারও করোনা পজেটিভ-১মহিলা
নিজেস্ব সংবাদদাতা,সিঙ্গিজানি,৩০আগস্ট:- মাথাভাঙা দুই নং ব্লকের বড়শৌলমারী গ্রাম গ্রাম পঞ্চায় এলাকার পূর্ব মুকুলডাঙ্গা বেকারকুটি এলাকায় আবারো এক বছর ৬০এর মহিলা করোনা রিপোর্ট পজেটিভ। জানা যায় কিছুদিন থেকেই জ্বর ছিল বলেই খেতে পাচ্ছেনা তাই কোচবিহারে ডাক্তার দেখাতে যায়।শেখানেই করোনা টেস্ট করা হলে ওই মহিলার রিপোর্ট পজেটিভ আসে। এবং ওই বাড়িও বর্তমানে কোয়ারেন্টাইন জোন ঘোষণা করা হয়েছে বলে জানাযাচ্ছে স্বাস্থ্য দপ্তর সূত্রে।