বড়োসড় দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেল ইংরেজবাজার বিধানসভার বিজেপি বিধায়ক শিরুপা মিত্র চৌধুরী
মালদা :নিজস্ব সংবাদদাতা,
মানিকচকে দলীয় কর্মীদের সাথে বিজয়ার সৌজন্যমূলক শুভেচ্ছা সাক্ষাৎ করার পর বাড়ি ফেরার পথে বড়োসড় দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেলেন ইংরেজবাজার বিধানসভার বিজেপি বিধায়ক শিরুপা মিত্র চৌধুরীl ইংরেজবাজারের মিল্কি খাসখল এলাকায় এই দুর্ঘটনা ঘটেl জানা যায় মানিকচক থেকে ইংরেজবাজারের আসার সময় হঠাৎই মিল্কি খাসখলের এলাকায় পিছন থেকে চারজন যুবক একটি বাইকে করে দ্রুত গতিতে এসে বিধায়কের গাড়ির পিছন দিকে সজরে ধাক্কা মারে যার ফলে গাড়ির পিছনের কাজ ভেঙে যায় কাচের টুকরো বিধায়কের হাতে লাগে তড়িঘড়ি অবস্থায় বিধায়কের নিরাপত্তারক্ষী গাড়ি থেকে নেমে যায় ইতিমধ্যেই চারজন যুবক মোটরসাইকেল ফেলে দিয়ে পালানোর সময় বিধায়কের নিরাপত্তা রক্ষীরা দুজন যুবককে হাতেনাতে ধরে ফেলে আর দুজন পালিয়ে যায় ঘটনাস্থলে ছুটে আসে মিল্কি ফারির পুলিশতবে এটা দুর্ঘটনা না উদ্দেশ্য ভাবে হামলা সেটা এখনো পরিষ্কার হয়নি বা এর পিছনে কোন রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কিনা পরিষ্কার নয় তবে এই বিষয় মিল্কিফারির পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেl