বড় শৌলমারীতে দুয়ারে সরকার কর্মসূচি

বিদ্যুৎ কান্তি বর্মন ,ঘোকসাডাঙ্গা:- মাথাভাঙ্গা বিধানসভার বড় শৌলমারী গ্রাম পঞ্চায়েতের মাঠে এ দিন বৃহস্পতিবার দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই দিনে দুয়ারে সরকার কর্মসূচিতে ১১টি প্রকল্পে বিভিন্ন সুযোগ সুবিধা পেতে ও সমস্যা সমাধান করতে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কর্মসূচি করা হয় ও তিনহাজার সাধারণ মানুষকে বিভিন্ন প্রকল্পের অন্তর্ভুক্ত করে দেওয়ার সাথে সাথে এই দিনের এই কর্মসূচিতে যে সমস্ত সাধারণ মানুষ বাদ পড়েছেন তাদের আগামী ২৩শে ডিসেম্বর আবারো একইভাবে গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে সেই সমস্ত প্রকল্প সুযোগ করে দেওয়া হবে বলে বড় শৌলমারী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রবীন্দ্রনাথ বর্মন জানান। জানা যায় এই দিনের এই দুয়ারের সরকার কর্মসূচিতে উত্তরবঙ্গের তথা কোচবিহারে লোকসংগীত ভাওইয়া গানের মধ্য দিয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরা হয় জনসাধারণের মধ্যে। দুয়ারে সরকার কর্মসূচি প্রকল্পে উপস্থিত ছিলেন মাথাভাঙা ২ ব্লকের বিডিও কমল কান্তি তোলাপাত্র বড় শৌলমারী গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাদেব বিশ্বাস পঞ্চায়েত সমিতির সমস্যা বাসন্তী বর্মন, উপ প্রধান রবীন্দ্রনাথ বর্মন সহ বিভিন্ন সরকারি কার্যকর্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *