বদলি পেয়ে খুশি শিক্ষিকা
নিউজ ডেস্ক, শিলিগুড়ি: বাড়ির পাশে বদলি হয়ে খুশি শিক্ষিকা।সরকারের উদ্যোগকে সাধুবাদ জানালেন তিনি। জানা গেছে, ডুয়ার্সের পূর্ব বাতাবাড়ি সিএম উচ্চ বিদ্যালয়ে ২০১০ সালে ভূগোলের শিক্ষিকা হিসেবে যোগদান করেন শিলিগুড়ির বাসিন্দা শ্রীপর্ণা গোস্বামী। এতদিন প্রায় প্রতিদিনই প্রায় ৭৫ কিমি পথ অতিক্রম করে বিদ্যালয়ে আসতে হত তাকে। অবশেষে উৎসশ্ৰী পোর্টালের মাধ্যমে তিনি প্রায় ১১ বছর পর বাড়ির পাশের বিদ্যালয়ে বদলি হলেন। এখন বাড়ির থেকে মাত্র প্রায় ১২ কিমি দূরের আমবাড়ি সি এম উচ্চ বিদ্যালয়ে বদলি হলেন তিনি। আর বাড়ির পাশে বিদ্যালয়ে বদলি হয়ে স্বাভাবিকভাবেই সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার পূর্ব বাতাবাড়ি সি এম উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষিকা শ্রীপর্ণা গোস্বামীকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। তিনিও বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য ভূগোলের কিছু শিক্ষা সামগ্রী প্রদান করেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরাজ রায়,পরিচালন কমিটির সভাপতি বাচ্চু প্রধান বলেন, বিদ্যালয়ে যোগদানের পর থেকেই তিনি নিষ্ঠার সাথে পড়ুয়াদের পঠনপাঠন করাতেন।আজকে ওনাকে বিদায় জানাতে মন ভারাক্রান্ত হয়ে উঠছে।”
বাড়ির পাশে বদলি হয়ে গেলেও বিদায়ের দিনে মন খারাপ শিক্ষিকার। শিক্ষিকার কথায়” এতদিন যাদের পড়ালাম আজ বিদায় বেলায় সেই শিক্ষার্থীরা নেই তাই খারাপ লাগছে।
উল্লেখ্য যে, শিক্ষক শিক্ষিকাদের অন্য বিদ্যালয়ে বদলির জন্য রাজ্য সরকারের তরফে সম্প্রতি উৎসশ্ৰী পোর্টালের সূচনা করা হয়। এর ফলে উপকৃত হচ্ছেন শিক্ষিক শিক্ষিকারা।আর যে কারণে সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক শিক্ষিকারা।