বনধের সমর্থনে ও পথসভা হলদিবাড়িতে

অপু দেবনাথ, হলদিবাড়ি: সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে আগামী ২৭ সেপ্টেম্বর সোমবার ভারত বনধের সমর্থনে হলদিবাড়ি শহরে মিছিল করল এসইউসিআই দলের কৃষক সংগঠন এআইকেকেএমএস, অগ্রগামী কৃষক সংগঠন এবং প্রাদেশিক কৃষক সভার হলদিবাড়ি কমিটি । এদিন সন্ধ্যা ৫টায় এসইউসিআই কমিউনিষ্ট দলের স্টেশন রোডের কার্যালয় থেকে মিছিল শুরু হয়। শহরে দুইবার মিছিলটি পরিক্রমণ করে বনধ সমর্থন করে দোকানপাট বন্ধ রাখার ডাক দেন। মিছিলে প্রায় ৩০০ কর্মী সমর্থক ঊপস্থিত ছিলেন । মিছিল শেষে সন্ধ্যা ৬টায় পুরাতন বাসস্ট্যান্ডের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন বিভাষ ঘোষ,কমল রায় এবং এসইউসিআই কমিউনিষ্ট দলের হলদিবাড়ি ব্লক সম্পাদক রুহল আমিন। রুহল আমিন বলেন,প্রায় ৯ মাস ধরে কৃষকরা দিল্লীতে আন্দোলন করছে। প্রায় ৫০০ কৃষক কৃষি আইন বাতিলের দাবিতে শহীদ হয়েছেন। কৃষক মারা তিনটি কালা কৃষি আইন বাতিল ,বিদ্যুৎ বিল বাতিল করতে হবে এবং কৃষকের ফসলের ন্যায্য দামের ব্যবস্থা করতে হবে। ভারত বনধকে সর্বসাধারণ যেন সর্বাত্মক সফল করেন সেই অনুরোধ রাখেন তিনি। বিজেপির জনবিরোধি আইনগুলোর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *