বনধের সমর্থনে রাস্তায় সরকারি কর্মচারীরা
নিউজ ডেস্ক,ধুপগুড়ি:রাজ্য সরকারের বিরুদ্ধে ডিএ নিয়ে বনধের সমর্থনে রাস্তায় নেমে পড়লেন সরকারি কর্মচারীরা। শনিবার ধূপগুড়িতে বনধের সমর্থনে যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যরা প্রথম সভা করলেন। আগামী ১০ই মার্চ ডিএ-র দাবিতে সরকারি কর্মচারীরা বনধ ডেকেছেন। ইতিমধ্যে গত ২০ ও ২১ শে ফেব্রুয়ারি কর্মবিরতি পালন করেন যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যরা। যদিও রাজ্য সরকার আদেশ জারি করে সমস্ত সরকারি কর্মচারীর উপস্থিতি বাধ্যতামূলক করে। অবশ্য কর্মচারীরা ঐদিন কর্মক্ষেত্রে এলেও কর্মবিরতি পালন করেন। কিন্তু রাজ্য সরকারের কড়া অবস্থানের বিরুদ্ধে সফল হয়েছেন বলে যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যরা দাবি করেন। যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যরা ডিএ-র দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। ডিএ-র দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয় যৌথ সংগ্রামী মঞ্চ। হাইকোর্ট সরকারি কর্মচারীদের কেন্দ্রিয় হারে ডিএ দেওয়ার রায় দিলেও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে। আপাতত সুপ্রিম কোর্টের অধিনে রয়েছে ডিএ মামলা। যৌথ সংগ্রামী মঞ্চের আন্দোলন চলাকালীন রাজ্য সরকার আগামী পয়লা মার্চ থেকে আরও ৩% ডিএ দেওয়ার কথা ঘোষণা করে। যদিও রাজ্য সরকারের এই ৩% ডিএ বৃদ্ধি করানোয় খুশি নয় সরকারি কর্মচারীরা। সরকারি কর্মচারীরা মনে করছেন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ডিএ দেওয়া নিয়ে তাদের যে সদিচ্ছা আছে সেই মনোভাব প্রকাশ করবে বলে ৩% ডিএ বৃদ্ধি করেছে। তবে দেখার বিষয় সুপ্রিম কোর্টের রায় কার পক্ষে যায়। এই অবস্হাতে বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছে সরকারি কর্মচারীদের সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চ। আগামী ১০ই মার্চ বকেয়া ডিএ-র দাবিতে বনধ ডেকেছে যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যরা।