বনমন্ত্রীর পদ থাকি ইস্তফা রাজীবের

ডেস্ক রিপোর্ট: প্রায় দুই তিন মাস ধরি হাওয়াতে ভাসেছে রাজীব বন্দোপাধ্যায় বিজেপিত যোগ দিবেন। এই বাদে মন্ত্রীপদ ছাড়িও দিবেন উমুরা। এনঙকি শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছাড়ি বিজেপিত যোগ দিবার পর রাজীব বন্দোপাধ্যায় নিয়া নানান কাথা হাওয়াতে ভাসিসে। হাওয়াতে ভাসিসে খিব শীঘ্র বিজেপিত নাম লেখাবে রাজীব। এমনকি মন্ত্রীর পদ থাকি ইস্তফা দিবার সম্ভাবনার কথাও উঠিসে। আর সেইটায় এইদিন ঘটি গেইল। বনমন্ত্রীর পদ থাকি ইস্তফা দিলেন রাজীব। বেশ কয়দিন আগত লক্ষ্মীরতন শুক্লা পদত্যাগ করেন। অনুমান করা হইসে লক্ষ্মী রতন বিজেপিত যোগ দিবেন। তবে লক্ষ্মী বিজেপিত যোগ না দিলেও রাজীব বন্দোপাধ্যায় আরো যোগ দিবেন কিনা এলাও উমুরা ঘোষণা করেন নাই। উল্লেখ্য আলিপুরদুয়ার জেলাত তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দায়িত্বে ছিলেন রাজীব বন্দোপাধ্যায়।

পদত্যাগ করার আগত নিজের ফেসবুক পেজ’ত লাইভ আইসেন আর তারপর পদত্যাগ পত্র আপলোড করেন রাজীব বন্দোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *