বন্দেভারত ট্রেন নিয়ে সচেতনতা শিবির বেলাকবা

রবি রায় ,রাজগঞ্জ : বন্দেভারত ট্রেন চালু হতে না হতেই বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত ঘটনার খবর সামনে এসেছিল। বেলাকবায় যাতে অপ্রীতিকর কোনও ঘটনা না ঘটে সেকারনে তৎপরতা বারিয়েছে রেল প্রশাসন। আর কদিনের মধ্যেই গুয়াহাটি-এনজেপি রুটে চালু হচ্ছে উত্তরপূর্বের প্রথম বন্দেভারত। তাই আঞ্চলিক প্রশাসনকে সঙ্গে রেখে রুটের অন্তর্গত রেল স্টেশনগুলিতে সতর্কতা মূলক অনুষ্ঠান করছে রেল। শনিবার বেলাকোবা স্টেশনে বন্দেভারত নিয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠান হল। এই ট্রেনের গতি, সম্ভাব্য বিপদ সংক্রান্ত ব্যাপারে সতর্ক করা হল স্থানীয়দের। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাসিস্ট্যান্‌ট কমান্ডেন্ট আরপিএফ এনজেপি আব্দুল গনি ফারুক,রাজগঞ্জের বিধায়ক বলেন এই এলাকার মানুষ শান্তিপ্রিয়, বন্দভারত ট্রেন নিয়ে কোন আপত্তিকর ঘটনা ঘটবেনা আশা করছি।আজকের এই সচেতনতা মূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনস্পেকটর আরপিএফ জলপাইগুড়ি বিশ্বনাথ মারডি, আইসি জিআরপি এনজেপি চৈতন্য মণ্ডল। ছিলেন রাজগঞ্জের বিডিও পঙ্কজ কোনার, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি, শিকারপুর অঞ্চলের উপপ্রধান অমলেন্দু ভৌমিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *