বন্দে ভারতের অপেক্ষায় মালদাবাসী

মালদা, ২৯ ডিসেম্বর:ইতিমধ্যে নির্বিঘ্নে পরীক্ষা মূলকভাবে ট্রায়াল রান সম্পূর্ণ করার পর অবশেষে আগামীকাল ৩০শে ডিসেম্বর হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস শুভ উদ্বোধন হতে চলেছে। সকাল ১১:৩০ নাগাদ হাওড়া স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে সকাল ১১:৩০ নাগাদ পশ্চিমবঙ্গের অপর দিয়ে যাত্রা শুরু করবে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে মাত্র সাড়ে সাত ঘন্টায়। পাশাপাশি মালদা টাউন স্টেশন হাওড়া থেকে এসে পৌঁছাবে ৪ ঘন্টা পর অর্থাৎ ৩:৩০ নাগাদ এমনটা কিন্তু মালদা রেলওয়ে ডিভিশন সূত্রে খবর।
মালদা রেলওয়ে ডিভিশনের সিনিয়র ডিসিএম পবন কুমার জানান, ১লা জানুয়ারি থেকে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল শুরু করবে যাত্রী নিয়ে। যার বুকিংও শুরু হবে উদ্বোধনের পর থেকেই। এই ট্রেন ১৮ কোচ বিশিষ্ট। প্রধানমন্ত্রী যখন এই ট্রেনের শুভ উদ্বোধন করবেন তখন মালদা টাউন স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচার দেখানো হবে। শুভ উদ্বোধন অনুষ্ঠানে মালদার জনপ্রতিনিধিরা সহ বিশেষ অতিথি অংশগ্রহণ করবেন। মালদা টাউন স্টেশনে ট্রেন আসার সময় পুষ্প বরণ করে স্বাগত জানানো হবে মালদা রেলওয়ে ডিভিশনের তরফে।
পাশাপাশি বন্দে ভারত সুপারফাস্ট ট্রেন চালুর বিষয়ে খুশি মালদা বাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *