বন্ধুদের সঙ্গে স্নান করতে এসে করলা নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু এক নাবালকের
নিউজ ডেস্ক, জলপাইগুড়ি: রবিবার দুপুরে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ির সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন এলাকায়। জানা গেছে ছেলেটি তার পিসির বাড়িতে বেড়াতে এসেছিল। তার নিজের বাড়ি জলপাইগুড়ি শহরের নিউটাউনপাড়া এলাকায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, পিসির বাড়ির প্রতিবেশী আরও তিনটি ছেলের সঙ্গে নদীতে নেমেছিল ১০ বছরের ওই নাবালক। তারপর আচমকাই জলের নিচে তলিয়ে যায় সে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। আসেন সিভিল ডিফেন্সের কর্মীরা। জলে নেমে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও তাঁর খোঁজ পাওয়া যায়নি। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন নাবালকের পরিবারের লোকেরা।শেষ পাওয়া খবরে বাচ্চা টিকে ডাংগাপারা সেতুর নিচে মৃত অবস্থায় সিভিল ডিফেন্স এর কর্মীরা উদ্ধার করে।