বন্যপ্রাণীর উপদ্রব নিয়ে বন দফতরের উদাসীনতার অভিযোগে মাদারিহাট রেঞ্জ অফিসে ফালাকাটার বিধায়ক
জলদাপাড়া: অভয়ারণ্য সংলগ্ন খয়েরবাড়ি ফরেস্ট এলাকার বনবস্তি ও লোকালয়ে ক্রমবর্ধমান বন্যপ্রাণীর উপদ্রব নিয়ে বন দফতরের উদাসীনতার অভিযোগ উঠল। এই বিষয়ে প্রতিবাদ জানাতে শুক্রবার মাদারিহাট রেঞ্জ অফিসে যান ফালাকাটার বিজেপির বিধায়ক দীপক বর্মন।
এদিন তিনি মাদারিহাট রেঞ্জের রেঞ্জার শুভাশীষ রায়ের সঙ্গে সাক্ষাৎ করে এলাকার বাসিন্দাদের একাধিক অভিযোগ তুলে ধরেন। বিধায়কের অভিযোগ, জলদাপাড়া অভয়ারণ্য ও খয়েরবাড়ি ফরেস্টের সংলগ্ন গ্রামগুলিতে হাতিসহ অন্যান্য বন্যপ্রাণীর অবাধ যাতায়াতে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটছে নিয়মিত। অথচ এই বিষয়ে বন দফতরের তরফে পর্যাপ্ত পদক্ষেপ করা হচ্ছে না।
দীপক বর্মন জানান, বারবার অভিযোগ জানানো সত্ত্বেও বন দফতরের তরফে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। দ্রুত বন্যপ্রাণী নিয়ন্ত্রণে কার্যকর পরিকল্পনা, নজরদারি বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
