বন্যায় ভিটে মাটি হারা পরিবারদের আর্থিক সাহায্য
MAYNAGURI,04-11-2025: গত ৫ ই অক্টোবর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু মানুষ। এখনো অনেকেই ভিটেমাটি হারিয়ে আশ্রয় নিয়ে আছেন বাঁধে। তাদের কথা মাথায় রেখে মঙ্গলবার আমগুড়ি নাগরিক মঞ্চের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হল। বন্যায় ভিটেমাটি হারিয়েছেন প্রায় ৩০ টি পরিবার। তাদের বিভিন্ন ভাবে সার্ভে করে একটি তালিকা করা হয়। সেই অনুযায়ী মঙ্গলবার আমগুড়ি রামমোহন উচ্চ বিদ্যালয়ের মাঠে তাদের ডেকে আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয়।
